বগুড়ার শিবগঞ্জে আশ্রায়ন প্রকল্পের ভূমিহীন ও গৃহহীদের মাঝে সিলিং ফ্যান বিতরন
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দেশের ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান ৩য় পর্যায়ের কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২৬ এপ্রিল উদ্বোধন করবেন।
এর পূর্বেই বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে আশ্রায়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ১ম পর্বের ৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শিবগঞ্জ উপজেলা পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের উন্নয়ন তহবিল হতে আশ্রায়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে এ সিলিং ফ্যান বিতরণ করা হয়।
শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। প্রধান অতিথি এসময় বলেন, আশ্রায়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ১ম পর্বের ৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে সিলিং ফ্যান বিতরণ সত্যেই প্রশাংসার দাবিদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারি কমিশনার (ভ‚মি) আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক মেয়র তৌহিদুর রহমান মানিক।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিএম আব্দুল হামিদ, সমাজ সেবা কর্মকর্তা সামিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাশার, ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, শফিকুল ইসলাম শফি, জাহিদুল ইসলাম, এসকেন্দার আলী সাহানা, শহিদুল ইসলাম শহীদ, রেজাউল করিম চঞ্চল, বেলাল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল বারী, আব্দুর রাজ্জাক বেলাল, সন্তোষ কুমার, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম, হাবিবুল আলম, সাংবাদিক সোহেল আক্তার মিঠু, পবন রায়, রবিউল ইসলাম রবি, সাজু মিয়া প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন