বগুড়ার শিবগঞ্জে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জাতীয় শিক্ষাক্রম ২০২১ বিস্তরণ উপলক্ষে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের আওতাঁয় উপজেলা পর্যায়ে ৫দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রম ৬,৭,১৩,১৪ ও ১৫জানুয়ারী প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৪টা ৩০মিনিটি পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। রবিবার বিকালে এ প্রশিক্ষণের সমাপ্ত হয়।
শিক্ষক প্রশিক্ষনে ১০টি বিষয়ে ৫শত ৯০জন শিক্ষক অংশগ্রহণ করেন। এতে ৩০ জন ট্রেইনার প্রশিক্ষন প্রদান করেন। প্রশিক্ষন চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টি.এম আব্দুল হামিদ, একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী।
প্রশিক্ষন কার্যক্রমে সহযোগিতা করেন প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন