বগুড়ার শিবগঞ্জে ট্রাক শ্রমিক নেতা হত্যাকাণ্ডের ঘটনায় ২ আসামি গ্রেপ্তার
বগুড়ার শিবগঞ্জের কিচকে ট্রাক শ্রমিক নেতা শহিদুল হত্যা মামলার ঘটনায় জড়িত এজহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কিচক বন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি রক্তমাখাসহ তিনটি ছুরি উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমরান হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন- শিবগঞ্জের ধোপাকুর এলাকার মৃত দুদু মিয়ার ছেলে তারিকুল (৩৪) এবং বেলাই কেকাড়পাড়া এলাকার মৃত আছব আলীর ছেলে আমিরুল (৪০)।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন ট্রাক শ্রমিক নেতা শহিদুল ইসলাম। তিনি তিনি আন্তঃজেলা ট্রাক সমবায় সমিতি কিচক বন্দর শাখার সেক্রেটারি ছিলেন।
ঘটনার পরে নিহত শহিদুলের ভাই আনিছুর রহমান কিচক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদসহ ১১জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, গ্রেফতারকৃত আসামিদের জেল হাজুতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন