বগুড়ার শিবগঞ্জে নিসচা’র শিক্ষার্থী সমাবেশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/03/IMG_20230302_180023.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সড়ক গড়ে তুলতে বগুড়া শিবগঞ্জে নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার আযোজনে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ( ২ মার্চ) দুপুরে উপজেলার পীরব ইউনাইটেড ডিগ্রি কলেজে নিসচা’র সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও নিসচা’র উপদেষ্টা ফিরোজ আহমেদ রিজু। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মুনজুর“ল আলম।
নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভনিং বডির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য আব্দুল করিম,অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মাহবুবুর রশীদ, গোবাল মডেল স্কুলের পরিচালক শফিক সরদার, ইউনিয়ন বিট অফিসার এস আই বেল্লাল হোসেন ।
এসময় উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, কার্যকরী সদস্য আসাদুল্লাহ, ইকবাল হোসেন বাবু, সামসুর রহমান, রাব্বী হাসান সুমন, গোলাম মোস্তফা, সাংবাদিক কামর“জ্জামান, সাজু মিয়া সহ অত্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রসঙ্গতঃ অনুষ্ঠানে বক্তৃতারা ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ সড়ক গড়ে তুলার বিষয়ে মতামত ব্যক্ত করে বলেন, মানসিকতার পরিবর্তন এবং সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনাই পারে নিরাপদ সড়ক নিশ্চিত করতে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন