বগুড়ার শিবগঞ্জে শ্যালো মেশিনসহ চোর গ্রেফতার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/03/FB_IMG_1647332013588-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে ২টি শ্যালো মেশিনসহ ৩ চোরকে আটক করেছে থানা পুলিশ। আটকৃতরা হলেন, উপজেলার তালিবপুর দহপাড়া গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে আঃ মতিন (২১), কৃষ্ণপুর গ্রামের মৃত: শহিদুল ইসলাম এর ছেলে মহিদুল (১৯) ও একই গ্রামের আফজাল হোসেন এর ছেলে আলামিন (১৮)।
সোমবার গভীর রাতে শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানা এসআই বেলাল হোসেন।
সূত্র জানায়, সোমবার গভীর রাতে চোরের দল তালিবপুর বালুপাড়া এলাকার করতোয়া নদী সংলগ্ন এলাকা থেকে শ্যালো মেশিন চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে ৩ যুবককে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। তাদের চুরি করা ২টি শ্যালো মেশিনও পুলিশ জব্দ করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন, তারা সংঘবদ্ধ চুরি চক্রের সদস্য। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন