বগুড়ার শিবগঞ্জে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ক্রীড়া সামগ্রী ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়াউল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তারক নাথ কুন্ডু, কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, প্রকৌশলী কর্মকর্তা সিহাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, শিক্ষা কর্মকর্তা সারওয়ার জাহান, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান আবু জাফর মন্ডল প্রমূখ।
এর আগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়াউল হক, রায়নগর ইউনিয়ন পরিষদে এলে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা ও রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, ইউপি সচিব রাসেল খানসহ ইউপি সদস্যগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তিনি আশ্রয়ন প্রকল্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন করেন। পরে ঐতিহাসিক মহাস্থানগড়, যাদুঘর, ভাসুবিহার সহ কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন