বগুড়ায় বাস খাদে, চালকসহ নিহত ২
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শাহজাহানপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালকসহ দুইজন মারা গেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ঢাকাটাইমসকে জানান, সকাল সাড়ে নয়টার দিকে রংপুর থেকে ঢাকাগামী টি আর ট্রাভেলসের একটি বাস ওভারটেক করার সময় অপর দিকে আসা শাহ ফতেহ আলীর সঙ্গে মুখোমুখি হয়। তখন টি আর ট্রাভেলসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে লেকে বাসটি নামিয়ে দেন। এতে ঘটনাস্থলে বাসের চালকসহ একজন যাত্রী মারা যান।
দুর্ঘটনার পর রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল, পুলিশ এবং ফায়ার সার্ভিস মিলে উদ্ধারকাজ শুরু করে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন