বগুড়ায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/07/IMG_20210715_161750-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ায় র্যাবের বিশেষ মাদক বিরোধী অভিযানে ৩৬০ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে ক্যাম্পের একটি আভিযানিক দল।
বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোরে র্যাবের চেকপোস্টে মাদকবাহী পিকআপটি অবশেষে র্যাবের গোয়েন্দা জালে আটক হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুর জেলার পীরগাছা থানার হাসনা গ্রামের (পাইটকা পাড়া) মৃত আব্দুল রহিমের ছেলে মোঃ সাখাওয়াত হোসেন (২৭), অপরজন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার মুসুরিয়া গ্রামের মোঃ আলাউদ্দিন মল্লিকের ছেলে মোঃ রবিউল ইসলাম (২৬)।
জানা গেছে, র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রংপুর-ঢাকা অভিমুখে পিকআপের মাধ্যমে অভিনবভাবে লুকায়িত একটি বড় মাদকের চালান বগুড়ায় আসতেছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বগুড়ার শাজাহানপুর থানার বি-ব্লক এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী চেকপোষ্ট স্থাপন করে।
পিকআপে থাকা উপরোক্ত মাদক ব্যবসায়িদের কাছ থেকে ৩৪০ বোতল ফেন্সিডিল, ১টি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-০১৮৪), ৩টি মোবাইল, ২টি সীমকার্ড এবং নগদ ৪ হাজার টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন