বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের মাধ্যমে দেশের আমুল পরিবর্তন ঘটেছে : হুইপ ইকবালুর রহিম এমপি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/08/dinajpur-ofice-news-pic-no-2-16-08-2022-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশে তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, ব্রীজ-কালভার্টসহ উন্নয়নের আমুল পরিবর্তন ঘটেছে বলে জানিয়েছেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম(এমপি)।
মঙ্লবার (১৬ আগস্ট) দিনাজপুর পৌরসভাধীন সুইহারী কোল্ড স্টোরেজ মোড় হতে পিটিআই মোড় পর্যন্ত, আরসিসি রাস্তা নির্মান। আমিনুলের বাড়ী হতে আবুল কাশেম এর বাড়ী পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ। ও সুইহারী আমিনুলের বাড়ী হতে আবুল কাশেম এর বাড়ী পর্যন্ত আরসিসি রাস্তা এবং ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা আজগার আলী, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মোঃ সানোয়ার হোসেন সরকার, মাকসুদা পারভীন মিনা, আব্দুল হানিফ দিলন, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, ছাত্রলীগের সাবেক নেতা সাব্বির আহমেদ সুজন প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন