বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -নিলুফার আনজুম পপি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন একটি ক্ষুধামুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কিন্তু সেটি তিনি করে যেতে পারেন নি। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজটি করার দায়িত্ব নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের গৌরীপুরে রোড টু স্মার্ট বাংলাদেশ প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিলুফার আনজুম পপি।

সোমবার দুপুরে উপজেলার পৌর শহরের মুক্তমঞ্চে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। নিলুফার আনজুম পপি বলেন, এসেছে এসেছে আবার ইলেকশন, জিতবে নৌকা নাই কোন টেনশন, জয় বাংলা, জিতবে আবার নৌকা।

তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশে আমরা স্বপ্ন দেখবো, আমাদের সেই স্বপ্ন আমরাই বাস্তবায়ন করবো। আমাদের এই স্বপ্ন দেখার পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি দেশকে স্বাধীন করে দিয়ে আমাদের একটি পরিচয় দিয়ে গেছেন, মাথা উঁচু করে পৃথিবীর বুকে আমরা যেন বলতে পারি আমরা বাঙালি।’ আমরা ভাষার জন্য জীবন দেই, আমরা স্বাধীনতার জন্য জীবন দেই, আমরা দেশকে স্বনির্ভর করার জন্য জীবন দেই না আমরা অন্যদের কাছ থেকে আমরা পাওনাটা আদায় করে নেই। সেইটা নেয়ার যে কাজ সেইটা করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা চোখ কান খোলা রেখে সেইটা শুধু নিবো।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার সামাজিক নিরাপত্তার বেষ্টনির আওতায় ৩৮ প্রকারের সুবিধা প্রদান করেছেন। সুবিধা দেয়ার ক্ষেত্রে কোন ভেদাভেদ করেন না। কে মুসলমান, কে হিন্দু, কে কোন দল করেন এসব তিনি দেখেন না।

তিনি এসময় আরো বলেন, আমার নেত্রী যেমন বলেন এক ইঞ্চি মাটিও অনাবাদী থাকবে না, একজন মানুষও অনাহারে থাকবে না। আমাদের আরও একটি চ্যালেঞ্জ আমাদের গৌরীপুরে একজন মানুষও কর্মহীন থাকবে না। আপনাদের সক্রিয় অংশগ্রহণে, আপনাদের সহযোগিতায় আমরা গৌরীপুরকে একটি স্মার্ট ডিজিটাল গৌরীপুর গড়ে তুলবো যা পুরস্কার নিয়ে আসবে। আর সেই কাজটির জন্য একজনকে তো লাগবে, যে কুস্তি কইরা নিয়ে আসবে। আমি নিঃস্ব, আপনাদের দেয়ার মতো আমার কিছু নেই শুধু ভালোবাসা ছাড়া। আমি মাঝে মাঝে বইসা কান্দি আপনারা যে ভালোবাসা উজার করে দিচ্ছেন। আমার কাছে কোন সময় নিরাশ হবেন না, বিমুখ হবেন না। আপনারাই আমার পরিবার, আমি সবসময় আপনাদের পাশে আছি।

উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৃহত্তর ময়মনসিংহের সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম রবিন, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ।

সভায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার দিলু, সাবেক কাউন্সিলর আব্দুল কাদির ও মিজানুর রহমান রতন প্রমুখ।

প্রশিক্ষণ অনুষ্ঠানে শেখ হাসিনার উন্নয়নের সঠিক বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য আওয়ামী লীগের কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা বক্তব্য তুলে ধরে বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে ভোট প্রার্থনা করার ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

এ উদ্যোগের আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টীমের মাধ্যমে ঘরে ঘরে প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেয়া হবে। এ সময় বক্তারা সকল দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ ও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে রুখে দিতে সকলের প্রতি আহবান জানান।