বঙ্গবন্ধুর একটাই স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ হবে যেখানে মানুষ ভাল থাকবে- বাণিজ্য মন্ত্রী

বঙ্গবন্ধুর একটাই স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ হবে যেখানে মানুষ ভাল থাকবে। আমরা যে পাকিস্তানে ছিলাম সেটাতো ধোকা দিয়েছে আমাদের। ১৯৪৭ সালে পাকিস্তান পেলাম আমাদের পূর্ব পুরুষরা অনেক করলো লড়াই করলো লাভ কি হলো এক বছরের মাথায় দেখলাম ওই পাকিস্তানতো আমাদের জন্য না।

আমাদের ৫৬ ভাগ মানুষ যে বাংলা ভাষায় কথা বলি সেটাকে তারা সন্মান করে নাই। বঙ্গবন্ধু প্রতিবাদ করেছেন বুক টান করে দাড়িয়েছেন মাঝ খানে ২৩টা বছর লড়াই করেছেন ১২ বছর জেল খেটেছেন আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি নর্থ পয়েন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি।

তিনি আরও বলেন, ৫২ বছর পর আমরা বলতে পারি পাকিস্তান আমাদের ধারের কাছেও নেই আমাদের ডলার যেখানে ১০৫ থেকে ১০৭ হয়েছে সেখানে গতকালকে ওদের ২৮০ ডলার পৌছে গেছে কত বড় সফলতা বঙ্গবন্ধু আমাদের দেশটাকে দিয়ে গেছেন।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার দাড়িয়া পাড়া এলাকায় বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর জন সাধারণের উন্নত মানের সেবা দেয়ার লক্ষ্যে আন্তর্জাতিক মানের টারশিয়রি কেয়ার ১ হাজার শষ্যা বিশিষ্ঠ নর্থ পয়েন্ট মেডিক্যাল হাসপাতাল ও কলেজ ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

এদিকে নর্থ পয়েন্ট ও মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এলাকা জুড়ে প্রায় ৩২ একর ভূমি উপরে অবকাঠামো নির্মাণ করা হবে ৭ একর (১৬ লাখ ৫০ হাজার বর্গফুট) এবং সবুজ বন এলাকা তৈরিতে প্রায় ১৫ একর, পানির লেক ১০ একর এবং হাসপাতাল অবকাঠামো এলাকা ৬ লাখ ৪৫ হাজার বর্গফুট ভবনটি প্রায় ১ হাজার শষ্যা সব মিলিয়ে প্রাথমিক বাজেট ধরা হয়েছে আড়াই হাজার কোটি টাকা প্রায় বিনিয়োগ করবেন নর্থ পয়েন্ট স্থানীয় ও আন্তর্জাতিক ভাবে।

এ সময় নর্থ পয়েন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান মি: জুয়াং লিফেং সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপক পরিচালক এইচ এম জাহাঙ্গীর আলম রানা, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বাংলাদেশে নিওযুক্ত চীনের রাষ্ট্রদূত মি: ইয়াও ওয়েন, চীনের সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ-জামান, সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ পঞ্চগড় আলহাজ্ব আনোয়ার সাদাত, জেলা প্রসাশক জহুরুল ইসলাম, পুলিশ সুপার পঞ্চগড় এস এম সিরাজুল হুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক নর্থ পয়েন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রকল্প পরিচালক তৌফিক হাসান প্রমূখ।