বঙ্গবন্ধুর জুলিওকুরি পদক প্রাপ্তির ৫০বছর পুর্তিতে কলারোয়ায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/05/Kalaroa-কলারোয়া-800x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিওকুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ মে) উপজেলা অফিসার্স ওয়েলফেয়ার ক্লাবে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলি বিশ্বাস।
বঙ্গবন্ধুর জুলিওকুরি শান্তিপদক প্রাপ্তির আলোকে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো.আবু নসর।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকনুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার নুরুন নাহার আক্তার, তাপস কুমারসহ বিভিন্ন সরকারি দপ্তরের অফিসার ও পুরষ্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুর রহমান।
পরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন