‘বঙ্গবন্ধুর বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে বই আসছে’

১৯৪৭ সাল থেকে ১৯৭১ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার ৪৭টি রিপোর্টের ফাইল থেকে ১৪ খণ্ডে বই প্রকাশ করার কাজ চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘১৯৪৭ সাল থেকে ১৯৭১ পর্যন্ত বঙ্গবন্ধুর বিরুদ্ধে করা গোয়েন্দা সংস্থার ৪৭টি ফাইল উদ্ধার করা হয়েছে। এই ফাইলগুলোর তথ্যাবলী বই আকারে প্রকাশ করা হবে।’

শনিবার (৭ জুলাই) গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার অনুষ্ঠানে দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে এসব তথ্য জানিয়েছেন তিনি।

এসময় তিনি বলেন, ‘মাত্র একজন নেতার বিরুদ্ধে ৪৭টি ফাইল হয়েছে। এই ফাইলগুলো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এসবি থেকে সংগ্রহ করা হয়েছে। প্রায় ৪০ হাজার পাতার এই ফাইলগুলো ১৪টি ভলিউমে প্রকাশ করা হবে।’

ফাইলগুলোর তথ্য প্রকাশের ব্যাপারে তিনি আরও জানান, ‘এগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ হওয়ায় অবমুক্ত করার আইন রয়েছে। ইতোমধ্যে মন্ত্রিসভার বৈঠকে অবমুক্ত করার অনুমতি নেওয়া হয়েছে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বিভিন্ন জেলায় নেতাকর্মীদের যেসব চিঠি লিখেছেন সেগুলোও আছে এসব ফাইলে। এগুলো প্রকাশ করা হলে বহু তথ্য জানা যাবে।’

এসব নথি প্রকাশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এগুলো প্রকাশের মাধ্যমে বঙ্গবন্ধুর ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ও আওয়ামী লীগের ইতিহাস সব জানা যাবে। এগুলো আওয়ামী লীগের জন্য, জনগণের জন্য গুরুত্বপূর্ণ ইতিহাস।’

বই প্রকাশের কাজ এগিয়ে গেছে জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, ‘১৯৪৭ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত যেসব ফাইল রয়েছে, ইতোমধ্যে তা ছাপা হয়ে গেছে।’