আরো খবর..
বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা: নওগাঁর পত্নীতলায় প্রতিবাদ সভা ও মানববন্ধন
“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই প্রতিবাদ্য কে সামনে রেখে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভাংচুর ও ভাস্কর্যবিরোধী প্রচারণার বিরুদ্ধে নওগাঁর পত্নীতলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ ও মানববন্ধনে পত্নীতলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকারের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, পত্নীতলায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার সুলতান আহম্মেদ, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকলেসুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও ডাঃ দেবাশীষ রায়, পত্নীতলায় থানার অফিসার্স ইনচার্জ সামশুর আলম শাহ্, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা যব উন্নয়ন কর্মকর্তা আলম আলী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুর হোসেন, মমতাজ উদ্দীন, আমিনুল ইসলাম সহ সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, জাতির জনকের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা দেশের ইতিহাসে অন্যতম একটি ঘৃণ্যতম কাজ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাছি। যারা এ ধরনের ঘৃণ্য কাজে জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস/২০ উদযাপন উপলক্ষে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় শনিবার উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পত্নীতলায় উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকলেসুর রহমান, উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার সুলতান আহম্মেদ, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা যব উন্নয়ন কর্মকর্তা আলম আলী, আইসিটি কর্মকর্তা কুলসুম খাতুন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও মাষ্টারট্রেনারবৃন্দ প্রমুখ।
পরে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে প্রাথমিক ও ম্যাধমিক পর্যায়ের শিক্ষার্থীদের চিত্রাংকন ও উপস্থিত বক্তিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার তুলেদেন প্রধাস অতিথি।
জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলাচনা সভা
নওগাঁয় জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ পতœীতলা শাখার আয়োজনে সংগঠনটির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেরা সদর নজিপুর বাসস্টান্ড এলাকায় পতœীতলা উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে শনিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় শ্রমিকলীগ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুর রশিদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য বাংলাদেশ আওয়ামীলীগ পত্নীতলায় উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ রহমান, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক খাদিজাতুল কোবরা মুক্তা, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আবদুল আলি হাওলাদার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ পত্নীতলায় শাখার সভাপতি শ্রী রতন দাস, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, যুব মহিলা লীগের যুগ্ম-আহবায়ক সালমা আক্তার সুমি, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক উজ্জল মন্ডল, নজরুল ইসলাম হেনা সহ রিক্সা ভ্যান শ্রমিকলীগের অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।
বক্ত্যারা এসময় শ্রমিকদের ন্যায় সঙ্গত, সামাজিক, সাংস্কৃতিক অধিকার আদায় ও প্রতিষ্ঠার জন্য এক সঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেন।
পরে জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ পত্নীতলা শাখার মেয়াদ উর্ত্তীন কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে খন্দকার ফরিদকে সভাপতি ও সাগর হোসেনকে সাধারণ সম্পাদক করে নতুন ৪০ সদস্য বিশিষ্ট্য ত্রি-বার্ষিক কমিটি ঘোষনা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন