বদলগাছীতে নিষিদ্ধ কৃষকলীগ নেতার দোকানে চুরি করতে ডুকলেন ছাত্রলীগ নেতা

নওগাঁর বদলগাছী উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিকের দোকানে শনিবার গভীর রাত ১.০০টার সময় চুরি করতে যায়ে জনগণের হাতে আটক হয় সাবেক কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সুরুজ হোসেন।
জানা যায়,বদলগাছী উপজেলার খাদ্য গোডাউন এর সামনে কৃষকলীগ নেতার মুরগির ফিড ও ঔষধের দোকানে শনিবার গভীর রাত ১.০০টায় সাবেক কলেজ ছাত্রলীগ নেতা সুরুজ সহ আরো দুই জন ঐ দোকানে চুরি করার উদ্দেশ্য সাটারিং এ লাগানো চাবি ভেঙে ভেতরে ডুকেন সুরুজ হোসেন।পাশেই দাড়ানো ব্রট ব্যাংকের কাজে ব্যবহারিক গাড়ীর ড্রাইভার বিষয়টি বুঝতে পেরে ঐ সাটারিং দ্রতই বন্ধ করে চাবি দিয়ে ঐ দোকানের ম্যানেজার রাজু হোসেন কে বাসা থেকে ডেকে আনেন এবং বিষয়টি নিয়ে চেল্লা পাল্লা শুরু হলে এলাকার লোকজন এগিয়ে আসেন এবং ঐ ছাত্রলীগ নেতা দোকানের তুষের বস্তার ভেতর লুকিয়ে থাকা অবস্থায় হাতে নাতে আটক করে পুলিশ এর কাছে সোর্পদ করেন এলাকাবাসী।
বদলগাছী থানার অফিসার ইনর্চাজ আনিছুর রহমান বলেন,এই সুরুজ হোসেন কে চুরির নিয়মিত মামলায় কোর্টে প্রেরন করা হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন