বন্যা দূর্গতদের উদ্ধার করতে এগিয়ে এলো হস্তিবাহিনী!
প্রচন্ড বৃষ্টিপাতে তখন ভারত ও নেপালের বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। নেপালের ২৬ টি জেলা বন্যা কবলিত। হটাৎ প্রচন্ড বৃষ্টি, পার্শ্ববর্তী নদীর পানির বাড়তি প্রবাহ আর ভূমিধ্বসে ৬০,০০০ বাড়ী পানির নীচে। চারিদিকে অনেকেই অনেক বাড়ীতে, অফিসে আটকা পড়ে আছে।
যুব সমাজের অনেকেই নেমেছে বন্যা দুর্গতদের নানাভাবে সহযোগিতা করতে। কেউ কেউ ভীষণ উৎসাহে পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করার কাজে ব্যস্ত হয়ে পড়েন।
কিন্তু যতই ইচ্ছা আর চেষ্টা থাক, ছয় ফুট উচ্চতার মানুষের পক্ষে অথৈ পানি পেরিয়ে ক’জনকেই বা উদ্ধার করা সম্ভব।
এমন পরিস্থিতিতে মানবজাতিকে উদ্ধার করতে যেন এগিয়ে এল একদল হাতি। চিতোয়ান জাতীয় পার্ক থেকে বেরিয়ে এসে সেই হাতির দল গত ১৭ আগষ্ট নেপালের সৌরাহা এলাকায় শুরু করে পানিবন্দী মানুষদের উদ্ধার করা। একে একে তারা প্রায় ৬০০ পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। পরিবহন করে তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।
সেখানকার একটি হোটেলের প্রধান কর্মকর্তা সুমন ঘিমির জানান, হাতির দল তার হোটেলে প্রায় ৩০০ অতিথি এবং তাদের প্রয়োজনীয় মালামাল ভারতপুরের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহযোগিতা করেছে। এই অসাধ্য সাধন করা খালি হাত পা নিয়ে কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না।
হাতির দলের এই অসাধারণ সহযোগিতার ফলে সেই এলাকার কোনো পানিবন্দী মানুষ হতাহত হয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন