বরিশাল সিটি মেয়র কামালের পদত্যাগ
মেয়াদ শেষ হওয়ার নির্ধারিত তারিখের ২২ দিন আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল।
সোমবার দুপুর দেড়টায় বরিশাল নগরীর কালুশাহ সড়কে তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এসময় বলেন, অদৃশ্য শক্তির কারণে গত জুন থেকে তিনি কোন অর্থনৈতিক কাজ করতে পারছেন না।
সম্প্রতি কর্পোরেশনের প্রধান নির্বাহী পদোন্নতি পেয়ে বদলি হয়ে গেছেন। এর পর সচিব পদাধিকার বলে দায়িত্বে আছেন। কিন্তু তার স্বাক্ষরে কোন অর্থ ছাড় হচ্ছে না। এই অবস্থায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
এজন্য তিনি জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আগামী ৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগ করবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন