বর্ষসেরা গোল মোহামেদ সালাহর
মিসরের নতুন সম্রাট মোহামেদ সালাহ। লিভারপুলের হয়ে অসামান্য একটি মৌসুম কাটালেও অপূর্ণতা ছিল তার। দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেও জিততে পারেননি শিরোপা। এমনকি রাশিয়ার বিশ্বকাপে নিজ দেশের হয়েও সেভাবে আলো ছড়াতে পারেনি। তবে গেল মৌসুমে লিভারপুলে যোগ দিয়েই বইয়ে দিয়েছিলেন গোলের বন্যা। তার মধ্যে একটি এবার ফিফা বর্ষসেরা গোল নির্বাচিত হয়েছে।
সোমবার লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বর্ষসেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন ২৬ বছর বয়সী এই তারকা।
গেল ডিসেম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ঘরের মাঠ অ্যানফিল্ডে এভারটনের বিপক্ষে একটি অসাধারণ গোল করেন সালাহ। ডি-বক্সের ঠিক ডান দিকে বল পেয়ে দুজনকে কাটিয়ে বাঁ পায়ের উঁচু শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেছিলেন তিনি। সেই গোলের জন্যই পুসকাস পুরস্কার জেতেন সালাহ। ওই ম্যাচটিতে এভারটনের সঙ্গে ১-১ ড্র করেছিল লিভারপুল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন