বলিউডের যে নায়িকাকে অপহরণ করতে চেয়েছিলেন শোয়েব!

বলিউড নায়িকাদের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক নতুন কিছু নয়। বৈরি প্রতিবেশী পাকিস্তানের অনেক ক্রিকেটারের সঙ্গেও নাম জড়িয়েছেন বলিউড কন্যারা।
যেমন- পাক ক্রিকেটার মহসিন খানের সঙ্গে ঘর বেধেছিলেন বলিউড কন্যা রিনা খান। তবে শেষ পর্যন্ত সম্পর্কটা টেকেনি।
পাকিস্তানের অন্যতম ফাস্ট বোলার শোয়েব আখতারের চোখেও পড়েছিলেন এক বলিউড নায়িকা।
তার প্রতি রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের এতই আকর্ষণ জন্মেছিল যে, তাকে অপহরণ করারই ঘোষণা দিয়েছিলেন শোয়েব।
ওই বলিউড সুন্দীর নাম সোনালি বেন্দ্রে। ২০০৪ সালে ভারত-পাক সফরের সময়ে শোয়েবের সঙ্গে পরিচয় হয় সোনালির। ওই বলিউড কন্যাকে দেখেই শোয়েবের হৃদয়ে ঝড় উঠেছিল।
শোয়েবের গতিতে বহু বাঘা বাঘা ব্যাটসম্যানের উইকেট উড়ে গেলেও সোনালি বেন্দ্রের সৌন্দর্যে শোয়েবেরই উইকেটই উড়ে যায়।
সোনালি বেন্দ্রের প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছিলেন যে, শোয়েব বলেছিলেন, ‘সোনালিকে না পেলে ওকে অপহরণ করবো।’
শেষপর্যন্ত অবশ্য সোনালি অপহৃত হননি। পরে ব্যবসায়ী গোল্ডি বহলকে বিয়ে করেন সোনালি। শোয়েবও ২০১৪ সালে বিয়ে করেন রুবাব খানকে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন