লালমনিরহাটের হাতীবান্ধা পাল্টাপাল্টি অভিযোগ
বহিরাগতদের দিয়ে স্কুল বন্ধ করে দিলো বহিষ্কৃত শিক্ষক আজিজুল
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত আমঝোল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বহিরাগত লোকজন নিয়ে স্কুল বন্ধ করে দিলো আজিজুল নামে এক বহিষ্কারকৃত শিক্ষক।
শনিবার (১ জুন) সকালে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে ওই এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক গীতা রানী বলেন, বহিরাগতদের নিয়ে স্কুল থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের বের করে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা খুবই দুঃখজনক।
সদ্য এমপিও হওয়া বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি ও শিক্ষক নিয়োগ বিষয় নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। অত্র বিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক আজিজুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিচয়দানকারী আজিজুল ইসলাম অবৈধ প্রধান শিক্ষক।
তাকে অনেক আগে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, স্কুলের অফিস সহকারী আজিজুল ইসলামকে অনেকদিন আগে বহিষ্কার করেছে তৎকালীন ম্যানেজিং কমিটি। দীর্ঘদিন ধরে স্কুলের সঙ্গে তার কোন সম্পর্ক ছিলনা। স্কুলটি এমপিওভুক্ত হওয়ার খবরে আবারো প্রতিষ্ঠান নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন