বাঁশখালীতে আ’লীগের সঙ্গে সংঘর্ষে জাতীয় পার্টির কর্মী নিহত
ভোট উৎসব শুরুর আগেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মী সমর্থকদের সংঘর্ষে আহমদ কবীর (৪৫) নামে এক এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জাতীয় পার্টির কর্মী বলে খবর পাওয়া গেছে।
রোববার ভোর ৪টার দিকে রোববার ভোররাতে সদর পৌরসভার কাথারিয়া ইউনিয়নের বড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর লোকজন কেন্দ্র দোখলে নামে। এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী লোকজন বাধা দিতে যায়। এতে দুপক্ষের সংর্ঘষ বাধে। এসময় গুলিতে জাতীয় পার্টির কর্মী আহমদ কবীর ঘটনাস্থলেই নিহত হন।
বাঁশখার্লী থানার ওসি কামাল হোসেন জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ আহত হয়েছে। তারা চিকিৎসা নিয়েছেন। বিষয়টির তদন্ত চলছে।
চট্টগ্রাম জেলায় ১ হাজার ৩০২টি ভোটকেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আসনের তালিকায় আছে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন।
এখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান চৌধুরী (নৌকা), বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী জামায়াতের মোহাম্মদ জহিরুল ইসলাম (আপেল)।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন