বাঁশের তৈরি বসার মাচাং বঙ্গবন্ধুর নামে উদ্বোধন, সমালোচনার পর যুবলীগ নেতা বহিষ্কার
বগুড়ায় বঙ্গবন্ধু নামে মাচাং উদ্বোধনের জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবলীগ নেতা আনিছার রহমান খলিল বহিষ্কার হয়েছেন। সোমবার রাতে তাকে সংগঠনটি থেকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন। আনিছার রহমান খলিল সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তিনি আশোকোলা দক্ষিণপাড়া রাস্তার মোড়ে এলাকাবাসীর আড্ডা দেওয়ার জন্য বাঁশের তৈরি একটি মাচাং উদ্বোধন করেন এবং ওই মাচাং এর নাম দেন ‘বঙ্গবন্ধু মাচাং’। এরপর উদ্বোধনের ছবি ও ক্যাপশনসহ “আকাশ ইসলাম” নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। পরে তা ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
উদ্বোধন অনুষ্ঠানে গোকুল ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন বলেন, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় যুবলীগ নেতা আনিছার রহমান খলিলকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন