বাংলা ছবিতে বাহুবলির মিউজিক ডিরেক্টর
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/215711201706141717269024_Baahubali-music-director-works-in-Bengali-movie_SECVPF.gif-800x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
প্রভাস-রানা দগ্গুবাতিদের অভিনয়ের সঙ্গে সঙ্গে প্রশংসা কুড়িয়েছে বাহুবলি টু’র মিউজিক। এবার বাংলা ছবিতে মিউজিক দেবেন সেই ছবির মিউজিক ডিরেক্টর এম এম কিরাভানি।
তবে বাংলাদেশের কোনো ছবি নয়। কলকাতার সঞ্জয় নাগের গুড মর্নিং সানশাইন ছবিতে কাজ করছেন তিনি। ছবির মিউজিকের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। মুম্বাইয়ে চলছে কাজ। সুনিধি চৌহানও কাজ করছেন ছবিতে।
ছবির কাহিনি তিনজন মেয়েকে কেন্দ্র করে। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় মেয়েদের অবস্থা, তাদের চাওয়া-পাওয়া, জীবনযাপনের ছবি কাহিনিতে দেখানো হবে। মুখ্যচরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন শাবানা আজমি। ছবির শুটিং শুরু হয়েছে।
২০১৫ সাল থেকে ছবিটি নিয়ে পরিকল্পনা করেছিলেন পরিচালক সঞ্জয় নাগ। কিন্তু, শুটিং আটকে ছিল। প্রথমে মিউজ়িকের জন্য অফার দেওয়া হলেও ফিরিয়ে দিয়েছিলেন কিরাভানি। কিন্তু, বাহুবলি টু সাফল্য পাওয়ার পর কাজটি নিতে রাজি হন তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন