‘বাংলাদেশ ঘুষ নির্মূল পার্টি’র আত্মপ্রকাশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/12/bribe_65898_1512991876.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
‘বাংলাদেশ ঘুষ নির্মূল পার্টি’ নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।
সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে দলটি গঠনের ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান মো. আকবর হোসেন ওরফে ফাইটন, তার সহধর্মিণী ও দলের মহাসচিব সেলিনা হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাইটন অভিযোগ করেন, দেশের সবচেয়ে বেশি ঘুষ বাণিজ্য হয় ভূমি অফিসে।
এ বাণিজ্য বন্ধ করতে সমাজের সর্বস্তরের মানুষকে দূর্গ গড়ে তোলার আহবান জানান তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন