বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দেখবেন যেভাবে

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার দুবাইতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। প্রিয় পাঠক চলুন জানা যাক, ম্যাচটি কোন চ্যানেলে দেখা যাবে সহ ম্যাচটির সার্বিক দিক।

ম্যাচ : বাংলাদেশ-শ্রীলঙ্কা (এশিয়া কাপ)।
কবে : ১৫ সেপ্টেম্বর, শনিবার।
কখন : বিকেল ৫.৩০ মিনিট।
কোথায় : দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
খেলা দেখাবে যে চ্যানেল : মাছরাঙা, স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

দলের খবর :

বাংলাদেশ : মাশরাফী বিন মোর্ত্তজার দলটি দারুণ খেলছে সম্প্রতি। ক’দিন আগেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জিতেছে ওয়ানডে সিরিজ। সাকিব আল হাসানের নেতৃত্বে জয় করেছে টি-টুয়েন্টি সিরিজ। তাছাড়া সর্বশেষ ২০১৬ আসরের রানার্স আপ তারা। ওই আসরটি হয়েছিল টি-টুয়েন্টি ফরম্যাটে। বাংলাদেশকে হারিয়ে সেখানে শিরোপা জেতে করে ভারত। ২০১২ সালে ওয়ানডে ফরম্যাটেও ঘরের মাঠে ফাইনালে খেলে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ২ রানে হেরে সেবার শিরোপা বিসর্জন দিতে হয়েছিল টাইগারদের। মাশরাফীর নেতৃত্বাধীন দারুণ পেস বোলিং আক্রমণ লাল-সবুজের। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহীমদের নিয়ে ব্যাটিং লাইনআপ।

শ্রীলঙ্কা : টুর্নামেন্টের দ্বিতীয় সফল দল শ্রীলঙ্কা। পাঁচবার এশিয়া কাপের শিরোপা জিতেছে দলটি। তবে এবার ইনজুরির সমস্যায় জর্জরিত চন্ডিকা হাথুরুসিংহের দলটি। টেস্ট অধিনায়ক দিনেশ চান্ডিমাল ছিটকে গিয়েছিলেন আগেই। বৃহস্পতিবার ছিটকে গেছেন দানুশকা গুনাথিলাকা। তবে অ্যাঞ্জেলো ম্যাথুস, উপুল থারাঙ্গা, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গার মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে তাদের দলে।

র‌্যাঙ্কিং : আইসিসি’র সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৭। অন্যদিকে অন্যদিকে শ্রীলঙ্কা ৮ নম্বরে।

মুখোমুখি লড়াই : এশিয়া কাপে এ পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ২ বার জিতেছে বাংলাদেশ, ১০ বার শ্রীলঙ্কা।