বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় জবিরিইউর নিন্দা

ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিপোর্টার্স ইউনিটি

মঙ্গলবার (৩ ডিসেম্বর) যৌথ বিবৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি অমৃত রায়  এবং সাধারণ সম্পাদক উম্মে রাহনুমা রাদিয়া বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে হওয়া উচিত। ভিয়েনা সনদ অনুযায়ী ভারত নিরাপত্তা দিতে বাধ্য। দক্ষিণ এশিয়ায় পাঁচ দশকের মধ্যে কোনো দেশের কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনা এটিই প্রথম।  এই ধরনের হামলা কেবল আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্য হুমকি নয়, বরং দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্কের ওপরেও বিরূপ প্রভাব ফেলে। এ ঘটনা কেবল আঞ্চলিক স্থিতিশীলতাকে ব্যাহত করবে না; বরং উগ্রবাদ ও সহিংসতার বিস্তারকেও উৎসাহিত করবে।’

আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই,, ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং  দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হোক’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিপোর্টার্স ইউনিটি সকলের প্রতি ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানায়।