বাংলাদেশকে ১৮টি ফ্রিজার ট্রাক দিচ্ছে যুক্তরাষ্ট্র
কোভিড মহামারিতে বাংলাদেশকে নানাভাবে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় এবার টিকা পরিবহনে বাংলাদেশকে ১৮টি ফ্রিজার ট্রাক উপহার দিচ্ছে জো বাইডেন প্রশাসন।
এরমধ্যে চারটি ট্রাক স্থানীয় সময় সোমবার হস্তান্তর করা হয় বাংলাদেশে।
ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন উইলিয়াম ডাওয়ারস ও দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেনস জানান, কঠিন এ ভাইরাস জয় করতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।
এদিকে কয়েক দফায় বাংলাদেশকে ১ কোটি ৫০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার কথা রয়েছে। কোভ্যাক্সের আওতায় এ টিকা দেশে পৌঁছাবে। যা নিয়ে আশাবাদী প্রবাসী বাংলাদেশিরা।
গেল বছরে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির চরম অবনতির মধ্যেও টিকা উদ্ভাবন ও বিতরণে সাফল্য দেখিয়ে কোভিড পরিস্থিতি অনেকটাই জয় করেছে বাইডেন প্রশাসন। এরপর মিত্র দেশগুলোকে সহায়তা শুরু করে দেশটি। প্রথম দিকে সে তালিকায় না থাকলেও বাংলাদেশ সরকারের কূটনৈতিক সাফল্যে বাংলাদেশের দিকেও সহায়তার হাত বাড়ায় ডেমোক্র্যাট প্রশাসন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন