বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়া যেতে গুনতে হচ্ছে পাঁচগুণ বেশি টাকা
মালয়েশিয়া যেতে সরকার নির্ধারিত টাকার চেয়ে পাঁচগুণ বেশি গুণতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আবার অনেকেরই ভুয়া স্বাস্থ্য পরীক্ষার কবলে পড়ার প্রমাণও মিলেছে।
দালালের কথা মতো মেডিক্যাল পরীক্ষা করাতে এসে প্রতারণার শিকার হচ্ছেন কর্মীরা। সংশ্লিষ্টরা বলছেন, পুরো প্রক্রিয়া এখন সরকারের নজরদারির বাইরে চলে গেছে।
রাজধানীতে মালয়েশিয়া সরকারের তালিকায় থাকা একটি মেডিকেল সেন্টারের নিচতলা এবং দোতালায় গিয়ে দেখা গেলো মালয়েশিয়াগামী কর্মীদের ভিড়।
তাদের সবাই এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালয়েশিয়া যাবার জন্য স্বাস্থ্য পরীক্ষা করাতে। আর এ নিয়ে তাদের রয়েছে অনেক অভিযোগও।
তারা বলছেন, শেষ পর্যন্ত কত টাকায় যেতে পারবেন তা এখনো নিশ্চিত নয়। যদিও সরকারের দেয়া নির্দেশ মতে সেই খরচ হবার কথা ৭৮ হাজার টাকা।
সাংবাদিকদের কাছে অনেকেই অভিযোগ করেছেন, তারা যেই সেন্টার থেকে মেডিক্যাল করেছেন তা তালিকায় নেই। আবার পরীক্ষায় ফি বেশি রাখছে। বিভিন্ন এজেন্সি বিদেশগামী প্রত্যেক কর্মীর কাছ থেকে আদায় করছে সাত থেকে দশ হাজার টাকা।
অথচ, নির্ধারিত মেডিক্যাল থেকে পরীক্ষা না করালে তা গ্রহণযোগ্য হবে না মালয়েশিয়ার কাছে। তাই এনিয়ে মালয়েশিয়ায় যেতে প্রত্যাশীদের মধ্যে রয়েছে নানা সংশয়।
মালয়েশিয়া যাবার পুরো প্রক্রিয়া কাজ করে এফ ডাব্লিউ সি এম এইচ নামে একটি সফটওয়ার। যেখানে কর্মীর বায়োমেট্রিক এজেন্সির নামসহ ১৭ ধরনের তথ্য থাকে।
নিরীহ কর্মীদের দালালরা নানা ভুয়া তথ্য দিয়ে টাকা হাতিয়ে নেবার চেষ্টা করে বলে অভিযোগ করেছে অনেকে। এমনকি প্রতারণায় পড়লে কর্মীরা কোথায় অভিযোগ করবে তাও জানা নেই।
গেলো তিন মাসে সাড়ে তিন হাজার কর্মী এই প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়া গেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন