বাংলাদেশে প্রথমবারের মতো ‘ভার্চুয়াল ট্যুর’ চালু করলো বিপ্রপার্টি ডটকম
বাংলাদেশে প্রথমবারের মতো ঘরে বসে সুবিধাজনক উপায়ে পছন্দের প্রপার্টি দেখার সুবিধা চালু করেছে দেশের সবচেয়ে বড় আবাসন বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম বিপ্রপার্টি ডটকম (www.bproperty.com)।
বিপ্রপার্টি ডটকম দেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট মার্কেটপ্লেস, যেখানে বিক্রি বা ভাড়ার জন্য বর্তমানে ২০,০০০ প্রপার্টির তথ্য দেওয়া আছে। ক্রেতা এবং বিক্রেতাকে তাদের জমি বা প্রপার্টি ক্রয় বা বিক্রয়ে উন্নত সেবা দিতে বিপ্রপার্টি ডটকম রিয়েল এস্টেটের বিভিন্ন অপশন ভার্চুয়ালি দেখানোর এই নতুন সেবা চালু করেছে।
এ সেবার মাধ্যমে সময়োপযোগী ও সঠিক তথ্য সরবরাহ করে রিয়েল এস্টেট খাতে ক্রেতা-বিক্রেতা উভয়ের মাঝে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ করছে বিপ্রপার্টি ডটকম। পাশাপাশি প্রতিষ্ঠানটি খুব সহজেই প্রপার্টি ক্রয়-বিক্রয়ে বিভিন্ন চ্যালেঞ্জ বা সমস্যার সমাধান করে, যেসব সমস্যা অদক্ষতার কারণে এদেশের দীর্ঘদিন ধরে চলে আসছে। আর এসব সমস্যা সমাধানে সর্বশেষ ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) যোগ করার মাধ্যমে বিপ্রপার্টি ডটকম তাদের সেবার আওতা আরো বাড়ালো। এই সেবার মাধ্যমে জমি বা প্রপার্টির মালিক ও ক্রেতাদের একই প্ল্যাটফর্মে আনা সম্ভব হবে।
বাংলাদেশে প্রথমবারের মত চালু করলো ‘৩৬০-ডিগ্রি ভার্চুয়াল ট্যুর’-এর সুবিধা চালুর মাধ্যমে আবাসন খুঁজতে গিয়ে গ্রাহকরা পাবেন এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। আগ্রহী ক্রেতারা এখন দূর থেকে কিংবা যে কোনো জায়গা থেকেই পছন্দের প্রপার্টিতে ভার্চুয়ালি ঘুরে দেখতে পারবেন। আগ্রহীরা প্রপার্টির সব ডিরেকশনে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে (জুম ইন, জুম আউট) দেখতে পাবেন। প্রপার্টির বাকি রুম বা এলাকা দেখতে চাইলে স্ক্রিনের বাম পাশের মেন্যু থেকে সিলেক্ট করে দেখা যাবে। স্ক্রিনের ওপরের অংশে প্রয়োজন ও পছন্দ অনুযায়ী (পারসোনালাইজড) প্রপার্টি সিলেক্ট করার সুবিধা থাকবে। এছাড়া সেখানে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) সুবিধা চালুর অপশনও থাকবে।
যারা নতুন প্রপার্টি কিনতে চলেছেন তাদের জন্য এই নতুন সেবা সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে, যা আগে কেউ কল্পনা করতে পারেনি। এছাড়া এই সেবা সময়, শক্তি ও অর্থ বাঁচাবে এবং প্রতিটি প্রপার্টিতে স্বশরীরে ভিজিট করার প্রয়োজন হবে না। এই সেবার মাধ্যমে প্রপার্টি বিক্রেতারাও লাভবান হবেন। কারণ তারা একটি দক্ষ ও প্রভাবশালী মাধ্যমে (বিপ্রপার্টি ডটকম) তাদের সুন্দর সুন্দর প্রপার্টিগুলো উপযুক্ত ক্রেতাদের কাছে আরো সুন্দর করে উপস্থাপন করতে পারবেন, যা প্রপার্টি বিক্রি বা ভাড়া দেওয়ার প্রক্রিয়াকে তরান্বিত করবে।
৩৬০-ডিগ্রি ভার্চুয়াল ট্যুরের সবচেয়ে বড় সুবিধাটি হলো- এর স্বচ্ছতা, যা ক্রেতা বা বিক্রেতা উভয় পক্ষের মধ্যেই একটি বিশ্বস্ততার সম্পর্ক বজায় রাখতে সহায়তা করবে। এই সুবিধার আওতায় বর্তমানে শুধুমাত্র ঢাকায় ১০০০টিরও বেশি প্রপার্টি দেখা যাবে। তবে প্রতিদিন আরো অনেক নতুন প্রপার্টি যুক্ত হচ্ছে এই তালিকায়। বিপ্রপার্টি ডটকম’র ওয়েবসাইটে (www.bproperty.com) প্রপার্টির লিস্টে থাকা যেসব প্রপার্টির ছবির উপরে ‘ভার্চুয়াল ট্যুর’ ট্যাব আছে সেখানে ক্লিক করলেই ভিআর অভিজ্ঞতাটি পাওয়া যাবে।
বিপ্রপার্টি ডটকম আবাসন খাতের দৃশ্য পুরোপুরি বদলে দিতে এবং অনলাইনে প্রপার্টি কেনাবেচার প্রতি মানুষের আস্থা তৈরি করতে কাজ করে চলেছে। এদেশে অনলাইনে রিয়েল এস্টেটের তথ্য পেতে এটি এখনও নতুন ধারণা। তবে বাংলাদেশে দ্রুত এই ধারণার সুফল পাবে এবং এ খাতের পরিবর্তনে বিপ্রপার্টি ডটকম কেন্দ্রে অবস্থান করছে। কারণ অনলাইনে ছবি এবং ভিডিও একটি সম্পত্তির গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। ৩৬০-ডিগ্রি ভার্চুয়াল ট্যুরের মতো উদ্ভাবনী সেবা প্রপার্টি ক্রেতা ও বিক্রেতাদের মাঝে একটি শক্তিশালী আস্থার জায়গা গড়ে তুলবে। সর্বোপরি সবচেয়ে ভালো দিক হলো- প্রপার্টি ক্রেতা-বিক্রেতাদের ভালো অভিজ্ঞতা দিতে বিপ্রপার্টি ডটকম বাজারে আরো নতুন নতুন উদ্ভবনী সেবা চালু করবে।
বিপ্রপার্টি ডটকম সম্পর্কে
বিপ্রপার্টি ডটকম বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরের বৃহত্তম মার্কেটপ্লেস। বাংলাদেশে প্রপার্টি সংক্রান্ত কমপ্লিট স্যলুশনস্ একমাত্র বিপ্রপার্টি ডটকম-ই প্রদান করে আসছে। ই-কমার্স প্রপার্টি পোর্টাল হিসেবে, আমাদের লক্ষ্যই হলো গ্রাহকদের কাছে রিয়েল এস্টেট সার্ভিসকে সহজবোধ্য ও সহজতর করা। বিপ্রপার্টি ডটকম এমন একটি ওয়েবসাইট যার মাধ্যমে আমাদের গ্রাহকেরা ঘরে বসেই প্রপার্টি ক্রয়-বিক্রয় ও ভাড়ার মতো জটিল কাজগুলো সহজেই করতে পারছেন। একইসাথে ক্রেতা–বিক্রেতা উভয়পক্ষের সঙ্গেই সামনাসামনি কথা বলে তাদের বিশ্বাস অর্জনেও আমরা সবসময়ই জোর দিয়ে থাকি। বিপ্রপার্টি ডটকম সংযুক্ত আরব আমিরাতের ইমার্জিং মার্কেটস প্রপার্টি গ্রুপের একটি অংশ। এই গ্রুপ বিশ্বের বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করে। ভারতীয় উপমহাদেশ এবং মিডল-ইস্ট ছাড়াও উত্তর আফ্রিকাতে তাদের কার্যক্রম বিস্তৃত। আরও জানতে ভিজিট করুন: www.bproperty.com
মিডিয়া যোগাযোগ:
মাহজাবীন চৌধুরী | মার্কেটিং ম্যানেজার | বিপ্রপার্টি ডটকম
মোবাইল:- ০১৯০৮-৮১৫৫১৭
ইমেইল:- [email protected]
শেখ নাসির হোসেন | সিনিয়র এক্সিকিউটিভ-মিডিয়া রিলেশন্স | বেঞ্চমার্কপিআর
মোবাইল: ০১৭১০-৫৪১৮৩৮
ইমেইল: [email protected]
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন