বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : আমিনুল হক
বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভবিষ্যৎতে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আমিনুল হক। তিনি বলেন, প্রতিটি খেলাধুলায় বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়োগ দেয়া হবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে মিরপুর সিটি ক্লাব মাঠে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪-২৫ ইং এর চুড়ান্ত পর্বের প্রস্ততি নিয়ে অবহিত করার সময়ে এমনটা বলেন তিনি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির এই শীর্ষ নেতা এ সময় উল্লেখ করেন- জনগণের ভোটে তাদের দল ক্ষমতায় আসলে বেদখল হয়ে যাওয়া মাঠ দখলমুক্ত করা হবে। এছাড়া প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন লেভেলে খেলাধুলাকে ছড়িয়ে দেয়ার কথাও বলেন তিনি।
গত ১০ নভেম্বর থেকে দেশের দশটি সাংগঠনিক বিভাগে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়। ১৫ জানুয়ারি থেকে ঢাকার দুই ভেন্যু সিটি ক্লাব এবং পুবের গাও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে হবে চুড়ান্ত পর্বের খেলা। আগামী ১৯ জানুয়ারী মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে দিবা রাত্রীর ফাইনালে মুখোমুখি হবে সেরা দুই দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল,টুর্নামেন্টের উপদেষ্টা মীর শাহ আলম,দপ্তর সম্পাদক ইবরাহিম খলিলসহ অন্যান্য ক্রীড়া সংগঠকরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন