বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ শীর্ষক কর্মশালা সম্পন্ন ও সনদপত্র বিতরণ
বাগেরহাটে ৩দিন ব্যাপী উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে চিংড়ি গবেষণা কেন্দ্রের আয়োজনে নিজস্ব অডিটোরিয়ামে ২২ ও ২৪ ডিসেম্বর এই কর্মশালা সম্পন্ন হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিংড়ি গবেষণা কেন্দ্রের মূখ বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।
এসময় চিংড়ি গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক শামসু নাহার, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদ, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম তানবিরুল হক উপস্থিত ছিলেন। প্রশিক্ষন প্রাপ্ত ২৫জন চিংড়ি চাষী মাঝে সনদপত্র বিতারন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন