বাগেরহাটে বিএনপির মতবিনিময় সভা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের ৩১দফা দাবী বাস্তবায়ন ও দলীয় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় শহরের নিউমাকেটস্থ পৌর বিএনপির কায্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন পৌর বিএনপির আহবায়ক এসকেন্দার হোসেন।
এসময় তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নাম ভাঙিয়ে কিছু সুবিধাভোগী চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়েছে। শহিদ জিয়ার আদর্শে বিশ্বাসী কোনো জাতীয়তাবাদী দলের কর্মী চাঁদাবাজ ও দখলদারির সাথে লিপ্ত হতে পারে না। দলের নাম ভাঙিয়ে যারা অপকর্ম করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দলের বিরুদ্ধে গ্রæপিং তৈরি করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এক শ্রেণির কতিপয় পথভ্রষ্টরা বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যেখানেই অনিয়ম ও দুর্নীতি সেখানেই প্রতিরোধ গড়ে গণমানুষের আস্থা অর্জন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।
সাবেক সিবিএ নেতা খ. ম. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি শামিম বেগের সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট হিরোক মিনা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন আরিফুল ইসলাম,সরদার নজরুল ইসলাম, মোঃ মুজিবুর রহমান, নূরুল ইসলাম, লিয়াকত হোসেন, রেজাউল করিম গোলে ইজারাদারসহ ওয়ার্ড বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন