বাগেরহাটের শরণখোলায় হরিণের মাংস দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/07/Sharonkhola-picture-1-05.07.2023.doc-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাগেরহাটের শরণখোলায় প্রতিপক্ষকে ঘায়েল করতে হরিণের মাংস দিয়ে মালেক ফরাজি নামের এক ব্যক্তিকে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৫ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বগী দশঘর গ্রামের নিজ বসত ঘরের বারান্দা থেকে মাংসসহ তাকে আটক করে বনরক্ষীরা। এ ঘটনার প্রতিবাদ ও মালেক ফরাজির মুক্তির দাবীতে মানববন্ধন করেছে গ্রামবাসী।
স্থানীয় শিক্ষক মাহামুদ হাসান, সমাজ সেবক হানিফ মুন্সি, আব্দুর রাজ্জাক, আবু সালেহ অবিযোগ করে বলেন, আগামী শুক্রবার (৭ জুলাই) দিনমজুর মালেক ফরাজি তার ওয়ার্ডে গ্রাম পুলিশ নিয়োগ দিবেন। সে যাতে ওই পরিক্ষায় অংশ নিতে না পারে এজন্য প্রতিপক্ষরা কৌশলে তার বসত ঘরের ভাঙ্গা বারান্দায় তিন কেজি হরিণিরে মাংস পলিখিনে ঝুলিয়ে রেখে বন বিভাগকে খবর দেয়। বন বিভাগের বগী স্টেশনের বনরক্ষীরা ওই খবরে অভিযান চালিয়ে মাংসসহ মালেক ফরাজিকে আটক করে নিয়ে যায়।
তাদের দাবী পরিকল্পিতভাবে হরিণের মাংস রেখে নিরপরাধ ব্যক্তিকে হরিণের মাংস দিয়ে ফাঁসানো হয়েছে।
সাউথখালী ইউপি সদস্য রিয়াদুল প ায়েত বলেন, এটি ষড়যন্ত্র। আগেও অনেকবার প্রতিপক্ষকে ফাঁসাতে সুন্দরবন সংলগ্ন এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। নিরপরাধ কোন ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে বন বিভাগের কাছে তিনি দাবী জানান।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগি স্টেশনের বনরক্ষীদের একটি দল মালেক হাওলাদারের বসত ঘরের বারান্দা থেকে তিন কেজি হরিণের মাংস সহ মালেক হাওলাদারকে আকট করে স্টেশন অফিসে নিয়ে আসে।
স্থানীয়রা তাকে জানিয়েছেন এটি পরিকল্পিত ভাবে ফাঁসানোর জন্য বন বিভাগকে খবর দেয়া হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, হরিণের মাংস দিয়ে যুবককে ফাঁসানোর কথা শুনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন