বাগেরহাটের শরণখোলায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
বাগেরহাটের শরণখোলায় আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ শোভাযাত্রা করেছে। শরণখোলা আর্জেন্টিনা ফ্যান ক্লাব এ র্যালীর আয়োজন করে।
সোমবার(২১ নভেম্বর) বিকাল ৩টার দিকে রায়েন্দা কেন্দ্রিয় শহিদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ফেরিঘাট, রায়েন্দা বাজার, পাঁচ রাস্তা হয়ে পুনরায় শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়। এতে প্রায় পাঁচ হাজার আর্জেন্টিনা ভক্ত অংশ নেয়।
আর্জেন্টিনা ফ্যান ক্লাবের মোঃ ওয়াহিদুল ইসলাম সোহাগ জানান, আগামী ২২ তারিখ আর্জেন্টিনা দলের খেলা। প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আনন্দ শোভাযাত্রা করেছি। যেহেতু এবার মেসির শেষ বিশ্বকাপ তাই এ বিশ্বকাপটি খুব স্পেশাল।
আর্জেন্টিনা ফ্যান ক্লাবের মোঃ আলিম আল রাজি মুক্তি বলেন, এ বিশ্বকাপে আর্জেন্টিনা নিজ যোগ্যতার পরিচয় দিয়ে বিশ্বকাপে চ্যম্পিয়ান হবে।
আর্জেন্টিনা ভক্ত মোঃ ফারুক তালুকদার বলেন, মেসিকে নিয়ে অন্য রকম ভালোবাসা কাজ করে। মেসি এবার বিশ্বকাপ জিতবে বলে আশা করছি। আমরা নাচ, গান গেয়ে আজ আমরা আনন্দ উল্লাস করছি।
আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ উল্লাসে মুখরিত হয় শহরের রাস্তাঘাট। আর্জেন্টিনার পতাকা, ব্যানার, বাশি, প্রিয় দলের জার্সি পরে আনন্দ মিছিলে অংশ নেয় হাজার হাজার সমর্থক। ফুটবল বিশ্বকাপ এলেই আনন্দে মেতে ওঠে বাংলাদেশের সমর্থকরা। কাতার বিশ্বকাপ শুরুর আগে বিশ্বকাপ উত্তেজনায় কাঁপছে গোটা দেশ। র্যালি শেষে বিশ্বকাপের সব খেলা শহরের বিভিন্ন জায়গায় দেখান হবে বলে জানায় আয়োজকরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন