বাগেরহাটের শরণখোলায় উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শণী মেলার উদ্ভোধন
বাগেরহাটের শরণখোলায় বে-সরকারি উন্নয়ণ সংস্থা রূপান্তরের আয়োজনে ও সুইজারল্যান্ডের সহযোগীতায় উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শণী মেলার উদ্ভোধন করেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এ্যডভোকেট আমির“ল আলম মিলন। (১৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন এলাকার মাঠে ২৫৪ জন উদ্যোক্তার সমন্বয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
উন্নয়ণ সংস্থা রূপান্তরের ক্লাইম্ভ প্রজেক্ট ম্যানেজার আলমগীর হোসেন মির“র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ ও পণ্য প্রদর্শণী মেলায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম সিদ্দীকি। বক্তব্য রাখেন রূপান্তরের প্রোগ্রাম ডিরেক্টর ফার“খ আহম্মেদ, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন।
এ সময় আরও উপস্থি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, কৃষি কর্মকর্তা সুব্রত সরকার, আওয়ামিলীগের সহসভাপতি মেজবাহ উদ্দীন খোকন, শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল দাস, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা, সাউথখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান ও ইউপি সদস্য তপু বিশ্বাস।
রূপান্তরের ক্লাইম্ভ প্রজেক্টের ম্যানেজার আলমগীর হোসেন মির“ জানান উপজেলার ৪টি ইউনিয়ন থেকে যাচাই বাছাই করে অসহায় ও দুস্থ ২৫৪ জন নারী পুর“ষ বাছাই করে তাদের ২০২১ সালে ৫হাজার ও ২০২২ সালে ২০হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা অর্থ দিয়ে স্বাবলম্বি করার চেষ্টা করা হচ্ছে।
উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের নাজমা বেগম, উত্তর রাজাপুর গ্রামের কবিতা রানী, গাবতলা এলাকার ছগির হোসেন, রাজৈর এলাকার সোহেল বলেন আমরা আগে বেকার ছিলাম রূপান্তরের কাছ থেকে ২৫ হাজার টাকার সহযোগীতা পেয়ে আমাদের বেকারত্ব ঘুচেছে। সেই সাথে আমাদের জীবন পাল্টে দিয়েছে উন্নয়ণ সংস্থা রূপান্তর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন