বাছুরের মৃত্যুতে ভিক্ষাবৃত্তির সাজা পেল মালিক
দুর্ঘটনাবশত মৃত্যু হয়েছে বাছুরের। প্রায়শ্চিত্ত করতে মালিককে ভিক্ষায় নামতে বাধ্য করল ভারতের পঞ্চায়েত। ঘটনাটা ভারতের মধ্যপ্রদেশের ভিন্দ অঞ্চলের।
শুক্রবার সকাল ৬টা নাগাদ গোয়ালঘর পরিষ্কার করতে যান কমলেশ শ্রীবাস। কিন্তু মাকে ছেড়ে কিছুতেই নড়ছিল না একটি বাছুর। টানা হ্যাঁচড়া চলাকালীন গলায় দড়ি জড়িয়ে শ্বাস আটকে বাছুরটির মৃত্যু হয়। গোটা এলাকায় খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। বেলা ১০টা নাগাদ নাই সম্প্রদায়ের পঞ্চায়েতের সভা বসে। সেখানে বাছুরটির মৃত্যুর জন্য ওই মহিলাকে দোষী সাব্যস্ত করা হয়। শাস্তি হিসেবে এক সপ্তাহ আশেপাশের গ্রামে ভিক্ষা করার নির্দেশ দেওয়া হয় তাকে।
তখুনি গ্রাম ছেড়ে বেরিয়ে পড়াক নির্দেশ দেওয়া হয়।
যাতে ভিক্ষার টাকায় গঙ্গায় পুণ্যস্নান সেরে প্রায়শ্চিত্ত করতে পারেন তিনি। ভিন্দের ১০ নং ওয়ার্ডের বাসিন্দা ৫০ বছর বয়সী কমলেশ শ্রীবাস।
সেখানকার কাউন্সিলর মুকেশ গর্গ জানিয়েছেন, তিনি এই শাস্তির বিরোধিতা করেছিলেন। কিন্তু কেউ তার কথা কানে তোলেনি।
দুর্ঘটনাবশতই যে বাছুরটির মৃত্যু হয়েছে সেকথা মেনেছেন গর্গ। কিন্তু ওই মহিলার সাজা আটকানো যায়নি। এখনও গ্রামে ফেরেননি তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন