বান্ধবীসহ গ্রেফতার রাবির সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে বান্ধবীসহ গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মো. সাব্বির হোসেনকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাবি ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মো. সাব্বির হোসেনকে বহিষ্কার করা হলো।
সাব্বির রাবির মার্কেটিং বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী। তার বাড়ি সাতক্ষীরা জেলায়।
গত ১৮ জুলাই রাজশাহীর মোহনপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে কেশরহাট ডিগ্রি কলেজের শিক্ষার্থী সেজে প্রক্সি দিতে যান সাব্বির ও বান্ধবী জান্নাতুল ফেরদৌস অনন্যা।
কলেজ কর্তৃপক্ষ তাদেরকে আটক করে মোহনপুর থানায় সোপর্দ করে।
পরে তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মামলা দায়ের হয়। পরদিন ১৯ জুলাই তাদেরকে মামলার গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন