বাবার রেকর্ড ভাঙল ছেলে
২৯ বছর আগে করা বাবার রেকর্ড ভেঙেছে ছেলে। ভারতের অন্যতম সেরা উইকেটকিপার নয়ন মোঙ্গিয়ার ছেলে মোহিত মোঙ্গিয়া বৃহস্পতিবার বাবাকে টপকে গেলেন।
অনূর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফি টুর্নামেন্টে অপরাজিত ২৪০ রানের ইনিংস খেলেন মোহিত। ১৯৮৮ সালে এই একই টুর্নামেন্টে বাবা নয়ন মোঙ্গিয়া করেছিলেন ২২৪ রানের রেকর্ড।
এ ব্যাপারে উচ্ছ্বসিত মোঙ্গিয়া বলেন, ‘আমি অত্যন্ত খুশি যে, আমার ছেলের হাতেই আমার রেকর্ডটা ভেঙেছে। মোহিত দারুণ খেলছিল। ডাবল সেঞ্চুরিটা ওর দরকার ছিল। ’ যদিও বাবার রেকর্ড ভাঙার খবর প্রথম মায়ের কাছ থেকেই জানতে পারেন মোহিত।
মোঙ্গিয়া আরও জানান, ‘ডাবল সেঞ্চুরির পর মোহিত আমায় ফোন করেছিল। এই ইনিংসটা খেলে ও দারুণ খুশি। কিন্তু ও জানত না যে আমার রেকর্ডটা ও ভেঙেছে।
ওর মা ওকে প্রথম এই খবরটা দেয়। তবে আমার স্ত্রী অত্যন্ত খুশি, কারণ এখন আমার রেকর্ডের মালিক ওর ছেলে। ’
নয়ন মোঙ্গিয়া দেশের হয়ে ৪৪টি টেস্ট এবং ১৪০টি ওয়ান ডে খেলেছেন। উইকেটের পিছনে গ্লাভস হাতে অনিল কুম্বলে, হরভজন সিংয়ের স্পিন দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন