বার্সার মেসি ও আর্জেন্টিনার মেসি এক নয় : ম্যারাডোনা
‘যে ফুটবলার ম্যাচের আগে বিশ বার বাথরুমে ছোটে, সে আর কীসের অধিনায়ক?’ দশ নম্বর জার্সি এভাবেই কটাক্ষ করলেন আরেক দশ নম্বর জার্সিকে।
মেক্সিকোর একটি ওয়েবসাইটে সাক্ষাৎকারে হালের মহানায়ক লিওনেল মেসিকে নিয়ে এভাবেই তীব্র বিদ্রুপ করেছেন কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা।
স্বদেশি সেরা খেলোয়াড় মেসির ব্যাপারে ম্যারাডোনার বলেন, ‘কোনও সন্দেহ নেই, মেসি খুবই ভাল ফুটবলার। কিন্তু ও কখনই ভাল নেতা নয়।’
মেসির কাঁধ থেকে আর্জেন্টিনার অধিনায়কত্ব সরিয়ে দিতে মন্তব্য করে ম্যারাডোনা বলেন, মেসি নিছকই আর্জেন্টিনার এক ফুটবলার, ওকে ফুটবল ইশ্বর বানাবেন না।
মেসিকে পুর্তগীজ রাজা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সমকক্ষ হিসেবেই দেখেন ম্যারাডোনা।
আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়কের অভিযোগ, বার্সেলোনার হয়ে এক মেসিকে দেখা যায় আর আর্জেন্টিনার হয়ে দেখতে পাওয়া যায় এক অন্য মেসিকে।
সাক্ষাৎকারের একপর্যায়ে ছিয়াশির এ ফুটবল ইশ্বর বলেন, ‘আমার পক্ষে হয়তো সব কিছু বলা ঠিক না। কিন্তু এটুকু বলতে চাই, ম্যাচের আগে যে ফুটবলার বিশবার বাথরুমে ছোটে, তাকে অধিনায়ক করাটা একেবারেই ঠিক নয়।’
প্রসঙ্গত, দেশকে বিশ্বকাপ এনে দিতে না পারায় মেসিকে অনেকবারই কাঠগড়ায় তুলেছিলেন ম্যারাডোনা। আবার কখনও মেসি বন্দনায় ভেসেছেন তিনি।
তবে এবার অধিনায়ক মেসি, ম্যারাডোনার তীব্র আক্রমণের শিকার হলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন