বাস চালিয়ে নিজের বিয়ের আসরে গেলেন তরুণী! (ভিডিও)

পৃথিবীতে প্রতিদিন ঘটে যাচ্ছে কত না আজব ঘটনা। এর কোনওটা আমাদের আনন্দ দেয়, কোনওটা ব্যথিত করে। আবার কখনো প্রেরণা হয়ে থাকে অনেক ঘটনা। এমইন এক ঘটনার স্বাক্ষী হয়ে থাকলো চীনের মানুষ। সম্প্রতি দেশটির এক তরুণী বাস চালিয়ে বরকে রাস্তা থেকে তুলে নিয়ে বিয়ের অনুষ্ঠানে পৌঁছেছেন।
দেশটির সংবাদমাধ্যম ‘পিপলস ডেইলি’ মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে বেলুন, ফুল দিয়ে সুসজ্জিত বাসের স্টিয়ারিংয়ে বসে রয়েছেন কনে। পাশে বসে রয়েছেন বর। ওই তরুণী আসলে পেশায় এক জন বাস চালক। তাই বিয়ের জন্য বাসকেই বেছে নিয়েছেন তিনি।
তার কথায়, ‘মানুষ গ্রিন ট্রাভেল পছন্দ করেন। তাই আমি আমার বিয়ের জন্য বাসকেই বেছে নিয়েছি। পরিবহণের ক্ষেত্রে সবচেয়ে কম কার্বন ছড়ায় বাসের মাধ্যমেই। আর তা ছাড়া আমি নিজে বাসচালক।’
টুইটারে ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই প্রচুর প্রশংসা বাণী আসতে থাকে। অনন্য এই ভাবনার জন্য শুভেচ্ছা বার্তায় ভরে যায় ওয়াল। অনেকেই শেয়ার করেন ভিডিওটি।
বাস চালিয়ে বিয়ে করতে গেলেন চীনা তরুণী
Posted by Daily Ittefaq on Wednesday, May 30, 2018

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন