শ্রমিক লীগের ২ নেতা গ্রেফতার
বাসায় ফেরার পথে পোশাক কর্মীকে অপহরণ করে গণধর্ষণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/02/image-20757-1519374261.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রাজধানীর পল্লবীতে কাজ শেষে বাসায় ফেরার পথে এক পোশাককর্মীকে অপহরণ করে গণধর্ষণ করা হয়েছে।
এ ঘটনায় পল্লবী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার ও যুগ্ম সম্পাদক হানিফকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন পল্লবী থানার ইন্সপেক্টর শেখ মো. শাহ আলম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ২০ বছর বয়সী এক পোশাককর্মী কর্মক্ষেত্র থেকে ঘরে ফেরার পথে আনোয়ার, হানিফ ও সাইফুল তাকে অপহরণ করে। পরে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনার পর রাতেই পুলিশ ওই পোশাককর্মীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।
পল্লবী থানার ইন্সপেক্টর শেখ মো. শাহ আলম জানান, এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুর ১টার দিকে কোর্টে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন