বাড়ির ছাদে এডিস মশার লার্ভা, লাখ টাকা জরিমানা
বাড়ির ছাদ নোংরা থাকায় এবং এডিস মশার লার্ভা পাওয়ায় গুলশানে এক বাড়ির মালিককে লাখ টাকা জরিমানা এবং কেয়ারটেকারকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গুলশান ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে গুলশান-২ এর ৪৪ নং রোডের প্লট নং এন ডাব্লিউ বি ২৮(১১৯) এর ছাদে প্রচুর এডিস মশার লার্ভা এবং এডিস মশা বংশবিস্তারের অনুকূল পরিবেশ পাওয়া যায়। বাড়িটির ছাদের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা। সেখানে পানি জমে থাকা প্রচুর মাটির পাত্র, ছাদে এবং ড্রেনে জমে থাকা পানি, আগাছার জঙ্গল, পরিত্যক্ত খোলা টিন, কমোড ইত্যাদি পাওয়া যায়। এ সকল স্থানে প্রচুর এডিস মশার লার্ভা পাওয়া যায়।
এ সকল অপরাধে বাড়ির মালিককে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা এবং বাড়ির কেয়ারটেকারকে ৭দিনের কারাদণ্ড দেয়া হয়।
ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। যাদের বাড়ির পরিবেশ এরকম নোংরা এবং এডিস মশা বংশবিস্তারের অনুকূল তারা এখনই সতর্ক হতে আহ্বান জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন