বিআরআইইএস’র চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দ্যা ব্রিটিশ ইসলামিক এলিমেন্টারি স্কুল (বিআরআইইএস) শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জন্য মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর বড় মগবাজারের বাটার গলিতে হবিগঞ্জ হাউজে অবস্থিত প্রতিষ্ঠানটি ২০০৮ সাল থেকে আধুনিক এবং ইসলামী আলোকে পাঠদান করে আসছে।
প্রতিষ্ঠানের লক্ষ্য তাকওয়া, আখলাক, সুন্নাহ মেনে চলে, ইসলামী ভাষায় লেখাপড়া ও কথোপকথন শিক্ষা দেওয়া, ব্যক্তিত্ব গঠনে ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দেয়া, কাজ কর্মে সৃজনশীলতা/নতুনত্ব শিক্ষা দেওয়া এর পাশাপাশি খেলার মাধ্যমে শিক্ষা দেওয়া। পেন্টিং, ড্রয়িং, স্পিকিং, গল্প কবিতা আবৃত্তি, বক্তৃতা, দলগতভাবে পড়া, ইসলামী গান করা ইত্যাদি।
প্রতিষ্ঠান প্রিন্সিপাল মোহাম্মদ আহসান বলেন, আধুনিক এবং ইসলামিক নিয়ম কানুনের মাধ্যমে এ প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। অভিভাবকদের সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন