বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার(১৫ আগষ্ট) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সাতক্ষীরার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়।
এরি ধারাবাহিকতায় জাতীয় শোক দিবসে সাতক্ষীরা শহরের খুলনা রোগ মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের পক্ষে পুস্পমাল্য অর্পন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে, এম, মাহাবুব কবির, মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম, সীল মেকানিক শেখ আমিনুর হোসেন, মোঃ শামীম আহমেদ, এনরোলমেন্ট অফিসার (ডি.আর.সি) টাইগার আই.টি বাংলাদেশ লিমিটেড, টাইগার আই.টি বাংলাদেশ লিমিটেড, মোঃ জুয়েল রানা, ফিক্যি্ং ম্যান (ডি.এন.পি, মোঃ আলমগীর হোসেন, এনরোলমেন্ট এক্সিকিউটিভ, মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার লিঃ (MSP), ড্রাইভিং লাইসেন্স, মোঃ নাজমুল হাসান, এনরোলমেন্ট এক্সিকিউটিভ, মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার লিঃ (MSP), ড্রাইভিং লাইসেন্স, মোঃ জিয়াদ আলী, মোঃ নাজমুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর ও মোঃ রাজু আহমেদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন