বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/10/IMG-20231018-WA0062-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল নানা কর্মসূচি পালন করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে শেখ রাসেল এরঁ জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপনে উপলক্ষ্যে বিভিন্ন গ্রাহকদের ওয়ান স্টপ সার্ভিস সেবা প্রদান করা হয়েছে। আগত গ্রাহকদের ড্রাইভিং লাইসেন্স জমা নিয়ে তাৎক্ষণিক ছবি তুলাসহ বায়োমেট্রিক গ্রহন, বিভিন্ন মোটরযানের রেজিষ্ট্রেশনের কাগজ পত্র শোরুম কর্তৃক জমা নিয়ে তাৎক্ষণিক নাম্বারের একনলেজমেন্ট ছিলিপসহ অন্যান্য কার্যক্রম ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের প্রদান করা হয়েছে।
অপরদিকে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিন) কে এম মাহবুব কবীরের নেতৃত্বে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নির্মিত পার্ক ও ভেষজ উদ্যানে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন। পুস্পস্তবক অর্পণের পর জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ’র মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সাইফুল ইসলাম, সিল মেকানিক শেখ আমিনুর হোসেন, মোঃ শামীম আহমেদ এনরোলমেন্ট অফিসার (ডি.আর.সি) টাইগার আই.টি বাংলাদেশ লিমিটেড, মোঃ শফিকুল ইসলাম এনরোলমেন্ট অফিসার।
রুস্তম আলী এনরোলমেন্ট অফিসার, মোঃ জুয়েল রানা, ফিক্সিং ম্যান (ডি.এন.পি), মোঃ নাজমুল হাসান এনরোলমেন্ট এক্সিকিউটিভ, মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার লিঃ, (MSP) ড্রাইভিং লাইসেন্স।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন