বিএনপি-জামায়াতের অবরোধের প্রথম দিন সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক

বিএনপি ও জামায়াতে ইসলামীর তিনদিনের অবরোধের প্রথম দিন সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকেই চাঁদপুর, ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা অভিমুখে লঞ্চ ছেড়ে গেছে সদরঘাট থেকে। দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলোও সকালে ঘাটে পৌঁছেছে।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই বিভিন্ন রুটের লঞ্চ আসা-যাওয়া করছে। তবে যাত্রীর উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।
ভোর থেকে ভোলা অঞ্চলে দুটি ও চাঁদপুর অভিমুখে দুটি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে গেছে। লঞ্চ চলাচলের পাশাপাশি বুড়িগঙ্গা নদীতে নৌকা চলাচলও স্বাভাবিক রয়েছে।

লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘অবরোধে লঞ্চ বন্ধ নেই। যাত্রী হলেও লঞ্চ চলবে। সকাল থেকে সব রুটেই লঞ্চ চলাচল করছে।’