বিএনপি নেতা ইশরাককে আত্মসমপর্ণের নির্দেশ হাইকোর্টের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/01/163427_bangladesh_pratidin_eshraq-bdp.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের খালাসের বিরুদ্ধে দুদকের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে থাকা আইনজীবী মো. খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুদকের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। ইশরাক হোসেনকে যে আদালত খালাস দিয়েছিলেন সে আদালতে তাকে আত্মসমপর্ণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আত্মসমপর্ণের পর ইশরাককে জামিন দিতে সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এর আগে ইশরাক হোসেনের দুর্নীতির মামলায় খালাসের বিরুদ্ধে আজ সকালেই হাইকোর্টে আপিল করে দুদক।
গত বছরের ২৩ নভেম্বর ইশরাক হোসেনকে এ মামলায় বেকসুর খালাসের আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির এই মেয়রপ্রার্থীর বিরুদ্ধে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় এ মামলা করেছিল দুদক।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন