‘বিএনপি বন্দুকের নলের জোরে ক্ষমতায় আসে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সব সময় বন্দুকের নলের জোরে ক্ষমতায় আসে। আর আওয়ামী লীগকে জনগণ ক্ষমতায় আনে। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাসের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের কাছে একথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী, গোয়েন্দা পুলিশের ওসি হারুনুর রশিদ প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতায় এসে পরে রাজনীতিতে পা রেখেছে। আর আওয়ামী লীগ শুরু থেকেই এদেশের মাটি ও মানুষের ভাগ্যোন্নয়নে রাজনীতি করছে। বিএনপি ও দুর্নীতি একে অপরের পরিপূরক হয়ে গেছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমান দু’জনই দুর্নীতিবাজ। এজন্য তারা দলের গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করেছে।’

এ সময় সেতুমন্ত্রী জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাসের একটি অংশের নির্মাণকাজ আগামী ১৫ মে শেষ হবে। এরপর জুলাইয়ে ওভারপাসটি উদ্বোধন করা হবে। এটি হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।