বিএনপি ৩০ ডিসেম্বর রাস্তায় ব্যারিকেড দিলে নিরাপত্তা বাহিনী চুপকরে থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
৩০ ডিসেম্বর বিএনপি রাস্তায় ব্যারিকেড দিলে বা রাস্তায় বসে পড়লে নিরাপত্তা বাহিনী চুপ করে থাকবে না।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী থানা উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেবে সাংবাদিক এ কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
তিনি আরো বলেন, অন্য রাজনৈতিক দল গুলোর মতো বিএনপি সুষ্ঠভাবে গনমিছিল করলে কোন সমস্যা নেই। কিন্তু বিএনপি যদি রাস্তা অবরোধ করে, জ্বালা পোড়াও করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশি, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকারসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ।
নবগঠিত ভূল্লী থানা উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় আওয়ামীলীগের আয়োজনে এক জনসভায় বক্তব্য রাখেন।
এদিকে দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হওয়ায় ভূল্লীবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূল্লী থানা বাস্তবায়নের ঘোষণা দেন।
তারেই ধারাবাহিকতায় রাষ্ট্রপতির আদেশক্রমে ৫টি ইউনিয়ন নিয়ে ভূল্লী থানা গঠন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন