‘বিএনপির অস্তিত্ব যতদিন থাকবে, দেশে শান্তি আসবে না’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের দেশের জনগণের চাপ ছাড়া অন্য কোনো চাপের কাছে শেখ হাসিনার সরকার নতি স্বীকার করবে না।’ তিনি আরো বলেন, ‘এই দেশের রাজনীতিতে প্রমাণ হয়ে গেছে বিএনপি নামক রাজনৈতিক দলটির যতদিন অস্তিত্ব থাকবে এদেশে কোনো শান্তি আসবে না।’
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন। দলের পক্ষ থেকে দিবসটি কীভাবে পালন করা হবে তা চুড়ান্ত করতেই আয়োজন করা হয় এই সভার। জাতিসংঘের সাধারন অধিবেশনে যোগ দিতে তখন দেশের বাইরে থাকলেও দলীয় সভাপতির জন্মদিনে আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ, মসজিদে দোয়া, অন্যান্য ধর্মীয় উপসানালয়ে প্রার্থনাসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে বলে সভা শেষে সংবাদ সম্মেলনে জানান দলের সাধারন সম্পাদক। এ সময় উঠে আসে বিএনপি মহাসচিবের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গ।
ওবায়দুল কাদের বলেন, ‘আলোচনা হতেই পারে। এ নিয়ে আমাদের কোনো বিরূপ মন্তব্য নেই।’ তিনি আরো বলেন, ‘জাতিসংঘের যদি কোনো পরামর্শ থাকে দিতে পারেন। তবে সংবিধানের বাইরে অন্য কিছু করার বিকল্প কোনো পথ খোলা নেই।’
দেশে কোন অশান্তি নেই তাই বিএনপির আন্দোলনের ডাকে সাধারণ জনগন সাড়া দিচ্ছে না বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সেজন্যই বিদেশে লবিস্ট নিয়োগ করে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে তারা।’
ওবায়দুল কাদের বলেন, ‘লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করার যে কূট কৌশলের আশ্রয় বিএনপি নিয়েছে, তারা বোকার স্বর্গে বাস করছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন